যানযট

যানজট আমাদের দেশের অতি পরিচিত দৃশ্য, আলােচিত বিষয় এবং নাগরিক জীবনের এক ভােগান্তির অনুষঙ্গ। রাস্তায় প্রয়ােজনের তুলনায় অতিরিক্ত গাড়ি যখন স্বাভাবিক গতিতে চলতে ব্যর্থ হয় তখন আমরা তাকে যানজট বলি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনার ত্রুটি যানজটের একটি অন্যতম কারণ। তবে যানজটের প্রধান দুটি কারণ হলাে— অবৈধ রাস্তা দখল এবং ট্রাফিক আইন অমান্য করা বর্তমানে যোগ হয়েছে নির্বাচনী প্রচারনার বিভিন্ন সভা সমাবেশ, রাস্তার পাশে তাবু টানিয়ে দীর্ঘ  সময়  সমাবেশ করায় ঢাকার প্রবেশ পথ আমিন বাজার, গাবতলী  এলাকায় প্রায়শই যানযটের সৃষ্টি হচ্ছে । এ বিষয়ে সাধারণ মানুষ  সমাবেশ আয়োজন কমিটির সদয় দৃষ্টি কামনা করে। সমাবেশ হতে পারে তবে সেটা রাস্তা বন্ধ করে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp