সাভার ইউনিয়নের রাস্তা ও ড্রেনের উন্নয়মূলক কাজের উদ্ভোধন করলেন চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানা

সাভার প্রতিনিধি: করেনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রথম সারির যুদ্ধা হিসেবে কাজ করে থেমে নেই সাভার সদর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হাজী মোহাম্মাদ সোহেল রানা। একের পর এক এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।

Image may contain: 5 people, people standing and outdoor
ড্রেনের কাজ উদ্ভোধন

সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মাদ সোহেল রানা গতকাল ২০১৯-২০২০ অর্থবছরে বিবিজি ১ম কিস্তির প্রকল্প দেওগাও সালামের বাড়ী হতে রুহুল আমিন ইমামের বাড়ী পর্যন্ত ব্রিক ফ্লাট সলিং দ্বারা উন্নয়ন এবং ২০১৯-২০২০ অর্থবছরে পিবিজি বরাদ্দের দেওগাঁও মাসুদ দারোগার বাড়ি হইতে নুরুল ইসলামের বাড়ী ভায়া নাজিরের বাড়ী পর্যন্ত ব্রিক ফ্লাট সলিং দ্বারা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্ভোধন করলেন।

Image may contain: 11 people, including MD Sohel Rana and Kawsr Bin Hashmi
দেওগাও ব্রিক ফ্লাট সলিং উদ্ভোধন

ঐ দিন পরে কলমা উত্তর পাড়ায়ও  ০১৯-২০২০ অর্থবছরে বিবিজি ২য় কিস্তির প্রকল্প উত্তর কলমা আব্বাস আলীর দোকান হতে মমতাজের বাড়ী পর্যন্ত প্লাষ্টিক পাইপ ড্রেন নির্মাণ প্রকল্পের শুভ উদ্ভোধন করলেন পরিশ্রমী এই চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানা।

Image may contain: 6 people, including MD Sohel Rana, people standing and outdoor
ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্ভোধনের জন্য দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp