স্বরূপকাঠিতে অবৈধভাবে রাস্তা দখল করছে কাঠ ব‍্যবসাহীরা, বিপাকে সাধারণ পথচারীরা।

রাশেদ হাসান অন্তর,
বরিশাল প্রতিনিধি:
বাংলাদেশের সবচেয়ে বড় কাঠের বাজারের কথা জিজ্ঞেস করলে, স্বরূপকাঠির নাম উঠে আসবে সবার আগে। বাস্তবতা ও তাই বলে। বর্তমানে স্বরূপকাঠি থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌযানে করে পাঠানো হচ্ছে কোটি কোটি টাকার কাঠ। এখানকার প্রধান ব‍্যবসাও হলো কাঠের ব‍্যবসা। তবে ব‍্যবসা যত উন্নত হচ্ছে,তত অভিযোগ ও উঠছে ব‍্যবসায়ীদের বিরুদ্ধে। অবৈধ ভাবে নদীর তীর ও রাস্তা দখল ,অভিযোগ তালিকার শীর্ষে রয়েছে।

রাস্তার নমুনা ছবি


অভিযোগের সত্যতা ও মিলেছে স্বরূপকাঠিতেই। স্বরূপকাঠির বুক চিরে বয়ে চলা সন্ধ্যা নদীর দুই তীরেই রয়েছে ভাসমান কাঠ বাজার।আর সন্ধ্যা নদীর ছোট শাখা নদী গুলোর দুই তীরে অবৈধভাবে কাঠ রাখায় নৌযান চলাচলে অসুবিধা হচ্ছে, প্রায়ই ঘটছে নৌদুর্ঘটনা‌।
কাঠব‍্যবসীদের অবৈধ দখল থেকে রক্ষা পায়নি চলাচলের রাস্তা ও।ইন্দের হাট, সোহাগ দল,গনমানের অনেক ছোট ছোট রাস্তা আটকিয়ে কাঠমাপা হচ্ছে। এতে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। প্রভাবশালীদের এই জুলুমের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp