ধামরাইয়ে ত্রাণ সামগ্রী সহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক

ধামরাই প্রতিনিধিঃ- আজ ভোর রাতে ধামরাইয়ের আমছি মোড় এলাকার নিজ বাড়ি থেকে মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে rab -4.

ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে বাজারে বিক্রি করার জন্য নিজ বাড়িতে মজুদ করার অভিযোগে ৪ নং যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজুকে (৬০) আটক করেছে rab-4.


Rab-4 জানায় ধামরাই যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেওয়া ত্রাণসামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ না করে নিজ বাড়িতে মজুদ করে ছিলেন। সেগুলো বিক্রি করার উদ্দেশ্যেই তিনি মজুদ করেছিলেন। পরে rab গোপন সংবাদের ভিত্তিতে তার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে rab-4 এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ নেতৃত্বে 35 বস্তা ত্রাণসামগ্রীসহ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করে।আজ সকালে তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা দায়ের করে ধামরাই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে Rab। আটক ইউপি চেয়ারম্যান ধামরাইয়ে আমছিমোড় এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। এলাকাবাসী বলছে ওই ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছিল,এলাকাসী তার দৃৃষ্টান্ত মূূূূলক শাস্তি দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp