চিরনিদ্রায় শায়িত হলেন শৈল্পিক গুণে গুণান্বিত সবার প্রিয় সুভাষদা

চিত্রা সাহা,সাভার সংবাদ দাতাঃ – পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন সবার হৃদয় প্রিয় সুভাষদা। গত ২৮/০৮/২০২০ ইং সাভারের স্বনামধন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১ঃ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।জানা যায় হিতাহীত জ্ঞান শুন্য হয়ে তিন দিন হসপিটালে ভর্তি ছিলেন তিনি। এমতাবস্থায় তার করোনা পরীক্ষা করায় রেজাল্ট নেগেটিভ আসে এবং নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ ধরা পড়ে। অবস্থার উন্নতি না হলে তাকে লাইফসার্পোটে ও রাখা হয়। তবু যেনো শেষ রক্ষা হলো না ২০২০ যেনো একটি অভিশপ্ত শোকাবহ বর্ষ।

এ যেনো প্রিয়জন হারানোর এক বেদনাদায়ক সাল ২০২০। ভার্ক এর Capacity Enhancement & Climate Change Section এর পরিচালক ছিলেন তিনি। এনজিও সেক্টরে তাঁর বিরাট অবদান ছিল অতিপ্রশংসনীয় এবং অতুলনীয়। ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের সম্মানীত প্রজেক্ট ম্যানেজার বাবুল মোড়ল ভাই বলেন মানুষের দক্ষতা উন্নয়নমূক প্রশিক্ষণে দেশব্যাপি তাঁর সুনাম ছিল; ভার্ক একজন দক্ষ কর্মী ও দীর্ঘ দিনের বন্ধু হারালো; গভীর শোক প্রকাশ করেছেন ভার্ক পরিবার। উলেখ্য, প্রয়াত সুভাষ চন্দ্র সাহার শতকাজ সম্পন্ন করা হয় তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয়ের উথলীতে । প্রয়াত সুভাষ দার মহা প্রয়াণে তার সকল আত্নীয়-স্বজন,বন্ধু-বান্ধব, সহকর্মীসহ সকল পরিজন গভীর শোক জ্ঞাপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp