করোনা ভ্যাকসিন পেতে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মার চুক্তি

রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ-

অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে অক্সফোর্ডের করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মার সমঝোতা চুক্তি হয়েছে।

চারটি দেশে এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে।

এ বছরের শেষে অক্সফোর্ডের ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেতে পারে। ভ্যাকসিন উৎপাদনকে এগিয়ে নিতে সেরাম ইনস্টিউটে বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা। এর ফলে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন দ্রুত পাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।

বেক্সিমকো ফার্মা জানায়, দেশে যত ভ্যাকসিন লাগবে, তা সরবরাহের চেষ্টা করবে বেক্সিমকো।

সেরাম ইনস্টিউটের প্রধান নির্বাহী আদর সি পুরাওয়ালা এবং বেক্সিমকো ফার্মা লিমিটেডের প্রিন্সিপাল শায়ান এফ রহমান যৌথ বিবৃতিতে বলেছেন, অত্যন্ত আশাব্যঞ্জক এই ভ্যাকসিন যাদের বেশি প্রয়োজন, আগেভাগেই তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp