আগামী সপ্তাহে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

রফিকুল ইসলাম বিভাগীয় সম্পাদক:

আগামী সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। তাই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়া হবে বলে জানান। তবে কোনো শিক্ষার্থী বিশেষ কোন কারণে পরীক্ষা দিতে না পারলে তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে শিক্ষা বিষয়ক এক (ভার্চুয়াল) সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানিয়েছেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা না নিয়ে আগের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করার প্রস্তাব দিয়েছেন অনেকেই।তবে আমরা এটিকেও গুরুত্ব দিচ্ছি, কারন এটি একটি প্রস্তাব হতে পারে। তবে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিলে তারা যখন চাকরি নিতে যাবে তখন তাদেরকে বলা হবে যে, তোমরাতো ২০২০ সালের ব্যাচ।যে তোমরা পরীক্ষা ছাড়া পাস করেছো। এমন পরিস্থিতি যাতে তৈরি না করতেই আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন যে, কবে থেকে এইচএসসি সমমান পরীক্ষা শুরু হবে তা আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে। পরীক্ষার আয়োজনের প্রশ্নও উত্তরপত্র তৈরিসহ সব প্রস্তুতি আমাদের রয়েছে। এখন শুধু পরীক্ষা শেষ করা বাকি রয়েছে। পরীক্ষা দিতে গিয়ে যাতে কারও ক্ষতি না হয় সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব। যদি কোন বিশেষ কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে আমরা তাকে দ্রুত সময়ের মধ্যে তার পরীক্ষা নেব। তিনি আরও বলেন যে,এবার সব বিষয়ে পরীক্ষা না নিয়ে মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেয়া হবে সেটিও আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে কেউ যদি কোন বিশেষ কারণে পরীক্ষা দিতে না পারে তবে তার জন্য বিকল্প ব্যবস্থা রাখা হবে। আগামী সপ্তাহে সব কিছু ঘোষণা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp