অনলাইন পোর্টাল নিবন্ধন নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

নিবন্ধনের জন্য ৫০টি অনলাইন পোর্টাল চূড়ান্ত করা হয়েছে। ঈদের পর তাদের ফি দিয়ে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই তথ্য জানান তিনি। বলেন, কোন আনলাইন পোর্টালের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেলে প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে।

তিনি বলেন, ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না কিন্তু তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভ নয়। এটি চলমান প্রক্রিয়া। তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। প্রতিষ্ঠিত অনলাইনগুলোর বিষয়ে রিপোর্ট এলে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কারণ নেই।

তিনি বলেন, ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না কিন্তু তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভ নয়। এটি চলমান প্রক্রিয়া। তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। প্রতিষ্ঠিত অনলাইনগুলোর বিষয়ে রিপোর্ট এলে তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এজন্য কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কারণ নেই।

তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে যখন দেশ জিজিটাল হয়েছে, তখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়ে গেছে। মানুষ ব্যাপকভাবে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন পত্রিকাগুলো পড়ে। কিন্তু প্রায়ই দেখতে পাই, কারো কারো (সবার ক্ষেত্রে নয়) সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশন করার যে প্রতিযোগিতা সেটি করতে গিয়ে অনেক সময় ভুল সংবাদ পরিবেশিত হয়। অনেক সময় অসত্য সংবাদ পরিবেশিত হয়। বিভিন্ন সময় কিছু অনলাইন পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী কাজে লিপ্ত হয়। অনেকের চরিত্র হনন এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার কাজে লিপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp