হতে পারে মৃত্যুর কারন, সেলুনের ‘ম্যাসাজে’!

মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ,

সেলুনে চুল কাটার পর আমরা অনেকেই মাথা ও ঘাড় ম্যাস্যাজ করিয়ে থাকি। এটা অধিকাংশ লোকের কাছেই খুবই আরামদায়ক। ম্যাস্যাজ মানুষের শরীরের জন্য উপকারী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভুল ম্যাসাজে হতে পারে আপনার জন্য দীর্ঘ যন্ত্রণার কারণ। এমনকি ভুল ম্যাসেজে ঘটতে পারে মৃত্যুও।

নাপিত যখন ম্যাসাজ করে,তখন আমরা বেশ আরাম অনুভব করে থাকি। কিন্তু এটা আমাদের জানাও দরকার যে,এই ম্যাসাজ আমাদের দীর্ঘ যন্ত্রণা বা মৃত্যুর কারণ হতে পারে। এসব ম্যাসাজের ক্ষেত্রে মোটেও নাপিতের উপর ভরসা করা ঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

চিকিত্‍‌সকরা বলছেন, ‘ভারতে ছোট ছোট সেলুনগুলিতে এই ম্যাসাজের কারণে অনেকের মৃত্যুও হয়েছে।’

শুধু তাই নয় পিঠ ম্যাসাজের সময় হার্ট ফেইলের মতো ঘটেছে অনেক ঘটনা। ঘাড়ে পিঠে ভুল ম্যাসাজের ফলে অনেকের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে, পড়ে তা অনেক চরম ঝুঁকিতে পড়েছেন । ঘাড়ের রগের ক্ষতির কারণ হিসেবেও ম্যাসাজকেই দায়ী করা হয়।

আর এ কারণে আপনাকে ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদী ব্যথায়। এসব ভুল ম্যাসাজের কারণে ঘাড় মচকে প্যারালাইজড ঘটনা ঘটতে পারে যে কোনো সময়ই।

তাই আমরা যেন সকলে সতর্ক হই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp