সেই ফারহানা নববধূ নন, রয়েছে দেড় মাসের সন্তান

শাহীন আলম স্বাধীন,সাভার প্রতিনিধিঃ সেই ফারহানা নববধূ নন, রয়েছে দেড় মাসের সন্তান মিথ্যার আশ্রয় নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যশোরের মেয়ে ফারহানা আফরোজ। সেদিন তার গায়ে হলুদের কথা প্রচার করা হলেও তিনি ছিলেন বিবাহিত। তিন বছর আগে তার বিয়ে হয়। রয়েছে একটি পুত্র সন্তানও। উল্লেখ, গায়ে হলুদের দিন শহরময় বাইক র‌্যালি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। তবে তিনি নববধূ নন, তার বিয়ে হয়েছে আরো তিনবছর আগে। যশোরে তিনি ‘লেডি বাইকার’ হিসেবে পরিচিতি। তবে তার এ কাজকে ভালোভাবে দেখছেন না বন্ধু ও প্রতিবেশীরা। তাদের দাবি, ফারহানার এরকম একটি কাজ করা উচিত হয়নি। নিজের স্বামী-সন্তানকে আড়ালে রেখে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। আর নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, অনেকেই তার প্রশংসা করলেও বেশির তার তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে জাতীয় শোক দিবসের আগের দিন ১৪ আগস্ট এমন একটি কাণ্ড ঘটানোর কারণে তার উপর ক্ষেপেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *