সিপিপি টিম লিডার সৈয়দ শাহ্ আলমের প্রতি শ্রদ্ধা জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ কর্মকর্তা বৃন্দ।

শাহিন ইসলাম স্বাধীন,সাভার প্রতিনিধিঃ- সিপিপি টিম লিডার সৈয়দ শাহ্ আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ কর্মকর্তা বৃন্দ। “বীর” দের স্বীকৃতি না দিলে এই সমাজে নতুন করে কেউ দেশের জন্য বীরত্ব দেখাবে না। জাতি, সমাজ বা রাষ্ট্রে মানবতার জন্য নিজেকে উৎসর্গ করবে না। জন্ম নেবে না নতুন কোন বীর।দেশের জন্য আত্মত্যাগ করা এমন একজন রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। বলছি,সৈয়দ শাহ আলমের (৫৭) কথা। তিনি ছিলেন,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) অকুতোভয় একজন স্বেচ্ছাসেবক। ঘূর্ণিঝড় আম্ফানে উপকূলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মানবিক কার্যক্রম পরিচালনাকালে নৌকাডুবির ঘটনায় জীবন বিসর্জন দেন তিনি। আর্থিকভাবে অস্বচ্ছল হলেও সময়ের সাহসী সৈনিক সৈয়দ শাহ আলম মানবতা কল্যাণে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের সতর্কবার্তা প্রচারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন, কলাপাড়া ধানখালী ৬ নম্বর ওয়ার্ড সিপিপি টিম লিডার সৈয়দ শাহ আলমসহ (৫৭)। সঙ্গে ছিলেন আরো চারজন। নৌকায় করে নদী পার হবার সময় সকাল ৯টার দিকে প্রচণ্ড বাতাসে নৌকাটি ডুবে যায়। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও সৈয়দ শাহ আলম পানিতে ডুবে যান। ওইদিন সন্ধ্যায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। দুর্যোগ ঝুঁকি হ্রাসে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিবছর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে আজও আমরা গভীর শ্রদ্ধা জানিয়েছি অকুতোভয় এই মানবতার সৈনিক কে। তার পরিবারের হাতে তুলে দিয়েছি আর্থিক সহযোগিতা। উপকূলীয় মানুষকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেয়া মানবতার সৈনিক শাহ আলমের (৫৭) আত্মদানের ঘটনা রেড ক্রিসেন্ট সোসাইটির সকল স্বেচ্ছাসেবকসহ অন্যান্যদের মাঝে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম ফেসবুক আইডি থেকে সংগ্রহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp