সামাজিক ব্যক্তিত্ব নিশান মোহাম্মদ দুলাল যুবলীগ চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময়
চিত্রা সাহা,সাভার করেসপনডেন্ট :
সমাজকর্মী নিশান মোহাম্মদ দুলাল, আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান,
শেখ ফজলে শামস পরশের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় যুবলীগ চেয়ারম্যান নিশান মোহাম্মদ দুলালের ব্যক্তিগত খোজ খরব নেয়ার পর এলাকার পরিস্থতির সম্পকের্ অবহিত করেন। তাদের মধ্যে দীর্ঘ সময় কথাপোকোতনে দেশ ও জনগনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে, সমাজকে সুস্থ ও শান্তিপূর্ন রাখার জন্য,যুবলীগ চেয়ারম্যান নিশান মোহাম্মদ দুলালকে একাদিক দিক নিদের্শনা ও পরামর্শ দেন।

করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সন্মুখ থেকে যুদ্ধ করেছেন সমাজ সেবক নিশান মোহাম্মদ দুলাল। করোনা কালিন সাভার,ধামরাই,মানিকগনঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আওতাধীন এলাকায় গন সচেতনতা,স্বেচ্ছাস্বেবক ট্রেনিং, লকডাউন ও করোনায় আকান্ত রুগীদের খাদ্য সামগ্রী ও ওষুধ পত্র দিয়ে সহযোগিতা করেন।

এছাড়াও অসহায়, দুস্থ ,পথ শিশুদের জন্য কর্মসংস্থান ও নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছেন।
বর্তমানে নিশান মোহাম্মদ দুলাল মানবাধিকার সংস্থার সমাজ কল্যান বিষয় সম্পাদক হিসেবে দায়িত্ত্ব পালন করছেন। এসকল বিষয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামসপরশকে অবহিত করলে তিনি নিশান মোহাম্মদ দুলালের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।