সাভার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানার আজ জন্মদিন
সাভার প্রতিনিধি:
সাভার সদর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানার আজ জন্মদিন।সাভারের কলমা গ্রামের এক সম্ভান্ত্র শিক্ষিত পরিবারে তার জন্ম।সকলের শ্রদ্ধাভাজন হাজী মোহাম্মদ আতাউল্লাহ মাষ্টারের ছোট ছেলে হাজী মোঃ সোহেল রানা।

বৃত্তবান পরিবারের সন্তান হয়েও, মানবিক এই চেয়ারম্যান নিজে বিলাস বহুল জীবন-যাপন না করে,জনগনের সুখ ও শান্তির জন্য দিনরাত পরিশ্রম করে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন।ইতি মধ্যে গত চার বছরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে, সাভার সদর ইউনিয়নের উন্নয়নের রুপকার হাজী মোঃ সোহেল রানা সকলের মনে আস্থা ও বিশ্বাস আর্জন করেছে।

মিষ্টি ভাষী চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষ্যে সকল মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে, পরিবার,বন্ধু মহল ও বক্তরা সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকে যথারীতি শুভেচ্ছা বিনিময়ের ঝর তুলেছে । জন্মদিন পালনের জন্য করা হয়েছে নানান আয়োজন। শুভাকাংখীরা সরাসরি শুভেচ্ছা বিনিময় করে তার সু-স্বাস্থ্য কামনার জন্য দোয়া করবেন ।

সাভার সদর ইউনিয়নের, গন্যমান্য,ময়-মুরুব্বি ও সর্বস্তরের জনগনের চাহিদা একটাই পুনরায় এই সাদা মনের মানুষটাকে আজীবন চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
শুভ জন্মদিন , শুভ হোক আগামী পথচলা, শুভ কামনা রইলো।