সাভার রাজফুলবাড়িয়ায় কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শাহিন ইসলাম স্বাধীন সাভার থেকে:
সাভারে কাভার্ড ভ্যান চাপায় মোঃ রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও এক যুবক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে সাভারে আসছিলেন দুই বন্ধু রিয়াদ ও মোস্তফা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রিয়াদকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।