সাভার উপজেলা পরিষদে ই- নামজারি কার্যক্রম পর্যালোচনা ও মত বিনিময় সভা

বিশেষ প্রতিনিধি:

সাভার উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে ই- নামজারি কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব বেগম কামরুন নাহার, বিআইডিএ এর নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী, আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান, এটুআই প্রকল্প পরিচালক ড. মো: আব্দুল মান্নান, মহা নিবন্ধন পরিদর্শক শহীদুল আলম ঝিনুক, ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদ এর সন্মানিত চেয়ারম্যান, জনাব মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহি অফিসার শামীম আরা নীপা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় ই-নামজারি সিস্টেম থেকে অনলাইন খতিয়ান যাচাই সাপেক্ষে দলিল সম্পাদন, সাব রেজিস্ট্রি অফিস থেকে অনলাইনে এল. টি. নোটিশ ও দলিল এসিল্যান্ড অফিসে প্রেরণ, অনলাইন উত্তরাধিকার সনদ ও ই-মিউটেশন ইন্টিগ্রেশনসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে কার্যকর ইন্টারঅপারেবিলিটি নিশ্চিতকল্পে সিদ্ধান্ত গৃহীত হয়। যা কাঙ্খিত ভূমিসেবা নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp