সাভারে বনগাঁও ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষন
রিপোর্টার আব্দুস সালামঃ “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানকে সামনে রেখে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ” ৬৪ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১০ দিন ব্যাপি গ্রামভিত্তিক মৌলিক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, ধর্ষণ থেকে নিজেদের রক্ষা, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচারসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেন্জের পরিচালক মুহাম্মদ সাজ্জাদুর রহমান। তিনি বলেন, গ্রাম ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক সদস্যদেরকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্যবিবাহ নিরোধ, যৌতুক প্রদান বন্ধ করা, জন্মনিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক দ্রব্যের অপব্যবহার রোধ, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধ ও শিষ্টাচার, নির্বাচন, দুর্গাপূজা, প্রাকৃতিক দুর্যোগে দায়িত্ব পালনের বিষয়ে আমরা তাদের গড়ে তুলছি যাতেকরে তারা নিজেকে ভাল রেখে অন্যদেরকে সহযোগিতা করতে পারে। বনগাঁও ইউনিয়নের দলনেতা হাবিবুর রহমানের নেতৃত্তে ৩২জন পুরুষ ও ৩২ জন মহিলার উক্ত ট্রেনিং প্রগ্রামে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলার কমান্ড্যান্ট আফজাল হোসেন ও সাভার উপজেলা অফিসার হুমায়ুন আজাদ, এবং সাভার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তালুকদারসহ অন্যান্য আনসার সদস্যরা।