সাভারে গেন্ডা ৯ নং ওয়ার্ডে ম্যানহোল ভেঙ্গে এলাকাবাসীর চলাচল বিপর্যয়

সবুজ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:

ঢাকার অদূরে সাভারে গেন্ডা ৯ নং ওয়ার্ড এলাকায় জনগনের গুরুত্ত্ব পূর্ণ রাস্তার ম্যানহোল ভেঙ্গে এলাকাবাসী বিপর্যযয়ে পরেছে। রাস্তার দুপাশে অবস্থিত বাড়িঘর ও বসতি জনগণ খুব বিপদের মধ্যে জীবন যাপন করছে। যদি দ্রুত এর সংস্কার না করা হয় যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।

No description available.

স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টা জানালে,নেনইনি কোন পদক্ষেপ। এলাকার জনগনের এ বিপদ থেকে কে সমাধান করবে নেই কোন ,কবে সমাধান করবে নেই কোন তার হদিস। পথচারী ও স্থানীয় জনগনের বর্তমানে একটাই দাবি রাস্তা ও ম্যানহোলটি দ্রুত সংস্কার করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *