সাভারের জনপ্রিয় নেতা নজরুল ইসলাম মানিক মোল্লার স্ত্রী দিল আফরোজ শামীমের পিএইচডি ডিগ্রী অর্জন ।

চিত্রা সাহা সাভার প্রতিনিধিঃ- সাভারের জনগণের বটবৃক্ষ সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ১ নং প্যানেল মেয়র ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সম্মানীত সভাপতি জনাব নজরুল ইসলাম মানিক মোল্লার সহধর্মিণী সরকারি সাভার বিশ্ববিদ্যালয়ের কলেজের গুণী উপাধ্যক্ষ দিল আফরোজ শামীম সাফল্যের সাথে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর মোঃ আবদুল মান্নান এর তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। ড.দিল আফরোজ শামীম এর গবেষণা কর্ম ছিলো জেন্ডার ও খাদ্য নিরাপত্তা। ড. দিল আফরোজ শামীম তার এই সাফল্যের খুশি আনন্দ সাভারের সর্বস্তরের জনগণের মাঝে বিলিয়ে দেন এবং সকলের নিকট দোয়া চান যেন তিনি সাভারের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরও অনেক দুর এগিয়ে যান এবং সেই সাথে তিনি সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা বলেন। তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড তাই প্রত্যেককে শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। এজন্য অভিভাবককে তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি বিশেষ ভাবে নজর রাখতে বলেছেন এবং অভিভাবকদের উদ্দেশ্যে এটাও বলেন যে শিক্ষার্থীদের লেখাপড়া যেনো শুধু সার্টিফিকেট অর্জনে কিংবা পাঠ্য পুস্তকেই সীমাবদ্ধ না থাকে। প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা যেনো দেশ ও দেশের মানুষের উন্নয়নে ভূমিকা রাখে। অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক ন্যায়পরায়ণ ও হতে হবে । আর তাহলেই বাংলাদেশ আরও শক্তি শালী উন্নত রাষ্ট্রে রুপধারণ করবে। দেখা যায় ড. দিল আফরোজ শামীম এর পিএইচডি ডিগ্রি অর্জনে সাভারবাসী খুবই আনন্দিত খুশি তে মাতোয়ারা সাভার সকল জনগণ ড.দিল আফরোজ শামীম কে শুভেচ্ছা জানিয়েছেন অন্তরের গহীন থেকে। উল্লেখ্য সরকারি সাভার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের শিক্ষকের এত বড় সাফল্য অর্জনে খুশিতে আত্মহারা তারা তাদের শিক্ষকের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন সৃষ্টিকর্তার নিকট। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বিশ্ববিদ্যালয় খুললে তারা তাদের প্রিয় শিক্ষক ড. দিল আফরোজ শামীম এর জীবনের এত বড় অর্জন কে উদযাপন করবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *