সন্ধ্যা নদীর দুই তীরেই ভাঙন অব্যাহত, ভাঙন রোধে নেই কোন পদক্ষেপ

রাশেদ হাসান অন্তর
বরিশাল প্রতিনিধি।।।

নদীর একূল ভাঙে,ওকূল গড়ে”,এই বাক‍্য বিশ্বাসী ব‍্যক্তিরা চাইলে স্বরূপকাঠির সন্ধ্যা নদীতে ঘুরতে আসতে পারেন। এতে নদীর বৈশিষ্ট্যে বিষয়ে আপনার ধারণা পাল্টে যাবে। নদীর বিশেষ বৈশিষ্ট্য এপাশ ভেঙে বিপরীত পাশে গড়া হলেও সন্ধ্যা নদীতে তার বিপরীত চিত্র দেখা যায়।এই নদীর দুই তীরের সমানে ভাঙন অব্যাহত।নদী যত ভাঙছে , তীরবর্তী মানুষেরা ততই আবাদি জমি হারাচ্ছে, অনেকের ভিটেমাটি বিলীন হচ্ছে নদী গর্ভে।

নদী ভাঙ্গন খরগোশের গতি হারে বৃদ্ধি পেলেও নদী ভাঙ্গন রোধের পদক্ষেপ গুলো চলছে কচ্ছপ গতিতে। এই কচ্ছপ গতির পদক্ষেপ গুলো আবার তীরবর্তীদের ব‍্যক্তিগত অর্থে চলছে। নদীর তীরের অনেক পয়েন্টে আবার কোন পদক্ষেপই নেওয়া হয় নি।
নদী ভাঙ্গন রোধে এলাকাবাসীরা কয়েকবার মানববন্ধন করে পেয়েছে শুধু মিছে আশ্বাস। তাই ব‍্যক্তিঅর্থেই নদী ভাঙ্গন রোধের চেষ্টা চলছে ‌।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp