রিয়ালকে টেক্কা বার্সেলোনার

মার্কিন সাময়িকীর করা ২০২১ সালে সব খেলা মিলিয়ে বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের তালিকায়ও চিরপ্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলল বার্সা। সব খেলার ক্লাব মিলিয়ে ধনীর তালিকায় বার্সেলানার অবস্থান চার নম্বরে। পাঁচে রিয়াল মাদ্রিদ। শীর্ষ দশে জায়গা করে নিতে পেরেছে মাত্র তিনটি ফুটবল ক্লাব। বার্সা, রিয়াল ছাড়া ১০ নম্বরে আছে বায়ার্ন মিউনিখ।

ফোর্বসের হিসাবে বার্সেলোনার বর্তমান বাজারমূল্য ৪.৭৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৪০ হাজার ৩৭২ কোটি টাকা! রিয়ালের বাজারমূল্য ধরা হয়েছে ৪.৭৫ বিলিয়ন ডলার (৪০ হাজার ২৮৭ কোটি টাকা)। দশে থাকা বায়ার্নের মোট মূল্যমান ৪.২১ বিলিয়ন ডলার। সব খেলা মিলিয়ে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব ডালাস কাউবয়েজ।

যুক্তরাষ্ট্রের রাগবি ক্লাবটির বাজারমূল্য ৫.৭ বিলিয়ন ডলার। ২০১৬ সালে রিয়াল মাদ্রিদকে সিংহাসনচ্যুত করার পর থেকেই শীর্ষে রয়েছে ডালাস কাউবয়েজ। পরের দুটি জায়গাও দুই মার্কিন ক্লাবের দখলে। দুইয়ে আছে বেসবল ক্লাব নিউইয়র্ক ইয়াংকি (৫.২৫ বিলিয়ন ডলার)। তিনে বাস্কেটবল ক্লাব নিউইয়র্ক নিকস (৫ বিলিয়ন ডলার)। ফোর্বসের হিসাবে গত বছরের তুলনায় শীর্ষ ৫০ ক্লাবের বাজারমূল্য বেড়েছে ১১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *