যুব রেড ক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিট RCRC Basic Induction প্রশিক্ষন
শাহীন আলম স্বাধীন সাভার প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,ঢাকা জেলা ইউনিট কর্তৃক সকল নতুন যুব সসদস্যদের নিয়ে আয়োজিত একদিন ব্যাপি RCRC Basic Induction প্রশিক্ষন কার্যক্রমটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষনটির শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি ফয়সাল আহমেদ । সম্মানিত কার্যকরী সদস্য গাজী আবু সাইদ ।

ইউনিট লেভেল অফিসার সামসুল আলম । এবং যুব রেড ক্রিসেন্ট, ঢাকা জেলা ইউনিটের- যুব প্রধান শান্ত হোসেন রাব্বি।আজকের এই প্রশিক্ষন কার্যক্রমে সার্বিক তত্তাবধানে ছিলেন ঢাকা জেলা ইউনিটের প্রশিক্ষন বিভাগ।