মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি কার্যক্রম শুরু করলেন সাভার মিডিয়া ক্লাব।
মেধাবী শিক্ষার্থী ফাহমিদা হক নীতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ায় তার পাশে এসে দাঁড়িয়েছে সাভারের জনপ্রিয় সামাজিক সংগঠন সাভার মিডিয়া ক্লাব।এসময় ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার মোঃ জাহিদুর রহমান, সহ:সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সেলিম আহমেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব ওই শিক্ষার্থীর হাতে চেক তুলে দেন।

মঙ্গলবার বিকেলে সাভার মিডিয়া ক্লাবের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বিপিএটিসি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রমসহ নীতির লেখাপড়ায় সাভার মিডিয়া ক্লাবের এই উদ্যোগের ধারাবাহিকতা ইনশাল্লাহ আগামীতেও বজায় থাকবে। সর্ব প্রকার সামাজিক কার্যক্রম ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে সাভার মিডিয়া ক্লাব আজ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
করোনাকালীন সময়ে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে। এর আগে শীত কালীন সময়ে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ ক্লাবটি।