মানিক মোল্লার ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে নিম্নবৃত্ত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ বস্ত্র ও মাস্ক বিতরণ কর্মসূচি।

চিত্রা সাহা,সাভার করেসপনডেন্ট আড়াপাড়ায় ২নং ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাননীয় সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লার দিকনির্দেশনায় ঈদ বস্ত্র  বিতরণ করা হয় পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ ও  নিন্মবৃত্তদের মাঝে। সেই সাথে কারিতাস উদ্যম প্রকল্প সাভার শাখার সহযোগিতায় মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। ঈদ বস্ত্র বিতরণ ও মাস্ক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি জনাব মোঃনজরুল ইসলাম মানিক মোল্লা (১ নং প্যানেল মেয়র)। জনাব নজরুল ইসলাম মানিক মোল্লা তার বক্তব্যে  বলেন পবিত্র ঈদুল ফিতর  হোক সকল অসহায় ব্যক্তিদের মুখে এক টুকরো হাসি ফোঁটানোর সার্থকতার মধ্যে দিয়ে।সর্বোপরি তিনি সকলকে করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক পরিধান করতে বলেন।  উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর    কর্মকর্তা কো-অর্ডিনেটর জনাব সুবীর কুমার সাহা। জনাব সুবীর কুমার সাহা করোনা মহামারী বর্তমান পরিস্থিতি  ও সংক্রমণের  ভয়াবহতা সম্পর্কে অবগত করেন সকলকে। তদুপরি, কর্মসূচি টি সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে বিশেষ দায়িত্ব পালন করেছেন ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা  কমিটি ও আরবান কমিউনিটি ভলান্টিয়ার  সাভার ফায়ার স্টেশন এর  মনিরুল ইসলাম মনির(সদস্য সচিব) টুনি চক্রবর্তী, নুরুল আমিন রিয়াজ ও চিত্রা সাহা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp