মানিকগঞ্জ,সিংগাইরের বিন্নাডাঙ্গীতে গন সচেতনতা মূলক প্রোগ্রাম-রিসডা বাংলাদেশ
আজ ২৮শে অক্টোবর রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় মানকিগনঞ্জ জেলায় সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, করোনা ভাইরাস প্রতিরোধক স্বেচ্ছাসেবক প্রশিক্ষন, গন সচেতনতা ও ফ্রি মাস্ক বিতারন করা হলো। বাস্তবায়নে – রিসডা বাংলাদেশ,সার্বিকসহযোগিতায়- এস আর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার।

সচেতনতা মূলক প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসাহী ও সমাজ সেবক জনাব শামীম ইকবাল, সভাপতিত্ব করেন মাওলানা শওকত হোসেন, প্রধান আলোচক হিসেবে ছিলেন ডাঃ এম আর কে রেজা,ম্যানেজিং ডাইরেক্টর, এস আর ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার,অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আলম বাদশা,সাধারন সম্পাদক মানবাধিকার সংস্থা। বিশেষ অথিতি হিসেবে ছিলেন,এ্যড.নজরুল ইসলাম,পারভীন ইসলাম,আলাউদ্দিন মাস্টার ,মোঃ রফিকুল ইসলাম ,সহকারী প্রোগ্রাম অফিসার,রিসডা বাংলাদেশ।

প্রোগ্রাম বাস্তবায়নে সহযেগিতায় ছিলেন খালিদ মাহমুদ খোকন,জামির্তা ইউনিয়ন যুবলীগ সভাপতি, আলমগীর হোসেন ,আক্তার কেরানী ও এলাকার যুব সমাজ।আরও উপস্থিত ছিলেন এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।