নূরিয়া মাদরাসায় ইসলাহী মাহফিলের ৪ টি সময়োপযোগী সিদ্ধান্ত গৃহীত হয়

আম্মার মানসুর বিশেষ প্রতিনিধি:

আজ নূরিয়া মাদরাসায় ইসলাহী মাহফিলের ৪ টি সময়োপযোগী সিদ্ধান্ত গৃহীত হয়।

১. তাহাফফুজে ফেকরে দারুল উলুম দেওবন্দের ব্যানারে জেলায় জেলায় উলামা সমাবেশ হবে।

২. দ্রুত গতিতে মজলিসে আমেলা ও মজলিসে শুরার মিটিং আহবান করে সংকট নিরসনের ব্যবস্থা করা হোক।

৩. দ্রুত গতিতে শুরা আমেলা বাস্তবায়নের জন্য মুরুব্বিদের পক্ষ হতে ১০জনের একটি কমিটি গঠন করা হয়েছে।

৪. দেশব্যাপী কাদিয়ানী বিরোধী আন্দোলন করে কাদিয়ানীদেরকে জাতীয় ভাবে কাফের ঘোষণা করা হবে।

Image may contain: 3 people, crowd

শুদ্ধিসভায় বক্তব্য রেখেছেন,
১। আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী, সভাপতি।
২। মাওলানা নূর হুসাইন কাসেমী, বারিধারা।
৩। মাওলানা নূরুল ইসলাম জিহাদী, খিলগাঁও।
৪। মাওলানা মাহফুজুল হক, রাহমানিয়া, মোহাম্মদপুর।
৫। মাওলানা আব্দুল আওয়াল, নারায়ণগঞ্জ।
৬। মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাদানিয়া, বারিধারা।
৭। মাওলানা অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, গাজিপুর।
৮। মাওলানা মানযুরুল ইসলাম আফেন্দী, ইসলামিয়াতাঁতিবাজার।
৯। মাওলানা নাজমুল হাসান, বারিধারা।
১০। মাওলানা মামুনুল হক, রাহমানিয়া, মোহাম্মদপুর।
১১। মাওলানা খোরশেদ আলম কাসেমী।
১২। মাওলানা মাসুদুল কারীম, উত্তরা।
১৩। মাওলানা আব্দুর রব ইউসুফী, গবেষক।
১৪। মাওলানা হাবীবুর রহমান কাসেমী, নাজিরহাট।
১৫। মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, আরজাবাদ।
১৬। মাওলানা জুনায়েদ আল হাবীব, মিরপুর।
১৭। মাওলানা ফারুক আহমাদ, লালমাটিয়া।
১৮। মাওলানা লোকমান মাযাহেরী, মিরপুর।
১৯। মাওলানা হেলালুদ্দীন, ফরিদপুর।
২০। মাওলানা আব্দুর রহমান, টাঙ্গাইল।
২১। মাওলানা লেহাজুদ্দীন, গাজিপুর।
২২। মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মোমেনশাহী।
২৩। মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী, মোমেনশাহী।
২৪। মাওলানা উমর ফারুক সন্দিপী।
২৫। মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ইসলামী চিন্তাবিদ.
২৬। মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামি চিন্তাবিদ।
২৭। মাওলানা মে’রাজুল হক মাযহারী, বি. বাড়িয়া।
২৮। মাওলানা শামসুল ইসলাম জিলানী, কুমিল্লা।
২৯। মাওলানা মুফিজুর রহমান, নেত্রকোনা।
৩০। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মানিকগঞ্জ।
৩১। মাওলানা হাসান জামিল, আলোচক।
৩২। মাওলানা জালালুদ্দীন, মোহাম্মদপুর।
৩৩। মাওলানা শরীফ সুহাইল, লালমাটিয়া।
৩৪। মাওলানা খালেদুজ্জামান, বিভাগিয় সম্পাদক, মাসিক মদীনা।
৩৫। মাওলানা আবুল কালাম, মিরপুর।
৩৬। মাওলানা কেফায়াতুল্লাহ আযহারী, আলোচক।
৩৭। মাওলানা হারুন ইযহার, লালখানবাজার।
৩৮। মাওলানা মুসা বিন ইযহার, আহবায়ক, কওমী ঐতিহ্য সংক্ষন পরিষদ।
৩৯। মাওলানা মামুন আব্দুল্লাহ কাসেমী, মারকাযুদ্ দিরাসাহ্ ঢাকা।
৪০। মাওলানা আশরাফ আলী, সাইনবোর্ড।
৪১। মাওলানা শওকত,দত্তপাড়া, নরসিংদী।
৪২। মাওলানা হারুন, কামরাঙ্গীরচর।
৪৩। মাওলানা হাবীবুল্লাহ মিয়াঁজী, কামরাঙ্গীচর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp