নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
রফিকুল ইসলাম বিভাগীয় সম্পাদক:
বিট পুলিশিং ইভটিজিং, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করি, নিরাপদ সমাজ গড়ে তুলি” এ শ্লোগানে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সাভার থানার পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ ফকরুল আলম সমর, ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হাজী রফিকুল ইসলাম রফিক, এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

শুক্রবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে শনিবার সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।