ধলেশ্বরী নদীতে নিখোঁজ আরাফাত ইয়াসিনের লাশ উদ্ধারে কাজ করছে যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল

শাহীন আলম স্বাধীন বিশেষ প্রতিনিধিঃ- সাভার ব্যাংক টাউন সংলগ্ন ধলেশ্বরী শাখা নদীতে নিখোঁজ আরাফাত ইয়াসিনের লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দল, ঢাকা জেলা ইউনিট বুধবার (১৯ আগষ্ট) দুপুর ২ঃ৩০ টার দিকে ধলেশ্বরী শাখা নদীর সাভার ব্যাংক টাউন ব্রিজ থেকে চার বন্ধু নদীতে টিউব নিয়ে গোসল করতে নামলে নদীর স্রোতে ভেসে রাজফুলবাড়িয়ার বালিঘাটা নামক এলাকায় পৌছালে সেখানে স্থানীর কৃষকরা ঘাস কেটে আসার সময় তিন জনকে উদ্ধার করতে পারলেও উদ্ধার করতে পারেনি আরাফাত ইয়াসিন (১৭) কে। পরবর্তীতে সাভার ফায়ার স্টেশনে খবর দিলে স্টেশন অফিসার ফরহাদ হোসেন ও যুব রেড ক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিট স্থান পরিদর্শক করেন। এবং সাভার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান পরদিন অর্থাৎ ২০ আগষ্ট সকাল ৭ঃ০০ টা থেকে উদ্ধার অভিযান শুরু হবে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকাল ৭ঃ০০ টা থেকে ফায়ার সার্ভিসের তিন জন ডুবুরি সহ রেড ক্রিসেন্টে আরসিওয়াই এবং ভলেন্টিয়ার সহ ১১ জন উদ্ধার অভিযানে অংশ নেন। নদীর স্রোত বেড়ে য়াওয়ায় ও বৈরী আবহাওয়ার কারনে দুপুর অনুমানিক ১ঃ০০ টায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন যুব রেড ক্রিসেন্ট সাভার উপজেলা দলের আহবায়ক মোঃ শাহীন আলম স্বাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *