ধর্ষণ মামলায় নুরের দুই অনুসারীকে রিমান্ডে

রফিকুল ইসলাম,বিভাগীয় সম্পাদক: ধর্ষণ মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।সোমবার ঢাকা মূখ্য মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।এদিন দুপুরে তাদের দুজনকেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন। কোতোয়ালি থানার ওই মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে বিচারক উভয়েরই দুইদিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, ঢাবি ছাত্রী ধর্ষণের অভিযোগের কারনে রোববার (১১ অক্টোবর) রাতে সাবেক ভিপি নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই দুই নেতাকে গ্রেফতার করেন পুলিশ। পুলিশের ভাষ্য হল যে, সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।কোতোয়ালি থানায় করা ধর্ষণ অপহরণের অভিযোগের কারনে গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রোববার তাদের চার নেতাকে গোয়েন্দা বিভাগো পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেন। এই চার নেতার মধ্যে সাইফুল ও ও নাজমুল এই দুই জনও আছেন। অপর দুই নেতা হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
YouTube
Instagram
WhatsApp