চট্রগ্রামের পশ্চিম খুলশী এলাকায় দোকান ও বসত বাড়ীতে ভয়াবহ আগুন
রফিকুল ইসলাম বিভাগীয় সম্পাদক:চট্রগ্রামের পশ্চিম খুলশী এলাকায় বেশ কয়েকটি দোকান ও বসত বাড়ীতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দীর্ঘক্ষন চেষ্টার পরেও আগুন নিয়র্ন্ত্রন করতে পারেনি ।এখানে প্রায় ২০ টির বেশী বসত ঘর ও দোকান রয়েছে । কিন্তু হঠাৎ করে সেখানে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়াতে আগুন কিছুটা নিয়র্ন্ত্রনে এসেছে।

এলাকাবাসীদের কাছ থেকে যানা যায় যে, আগুনের সুত্রপাতটি ঘটে একটি চুরা থেকে। এবং পরে আগুন ছড়িয়ে পরে বিভিন্ন এলাকায়। এখন পর্যন্ত আগুন নিয়র্ন্ত্রনে আসেনি,বেশ কয়েকটি ঘর থেকে এখনো ধোয়া বের হচ্ছে। সেখানে প্রায় বিশ টির বেশী দোকান ও ঘর রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে যানা যায় যে, আগুন লাগার পরে নিজেরাই নিয়র্ন্ত্রনের চেষ্টা করে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আাগুন নিয়র্ন্ত্রনের চেষ্টা করে। একদিকে বৃষ্টি থাকা সত্তেও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট থাকার পরেও আগুন নিয়র্ন্ত্রনে আনতে পারেনি। বসতঘর গুদাম ও দোকান মিলিয়ে প্রায় বিশটির বেশী অবস্থাপনা পুরে গেছে।