গৃহকর্তা ও গৃহকর্তীর শিশু নির্যাতন।

১০ বছরের বাচ্চা মেয়ের উপর ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে নির্যাতনের অভিযোগ।

রাজধানীর রুপনগর থানায় দেয়া অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার মেয়েটির বয়স (১০ বছর)। বাড়ি নোয়াখালীতে। অভাবের সংসার হওয়ায় তার পরিবার তাকে এক বছর আগে অভিযুক্তদের বাসায় মাসিক এক হাজার টাকার বিনিময়ে গৃহকর্মী হিসেবে কাজে পাঠায়। মেয়েটি জানায়, অভিযুক্ত দম্পতি তাকে তুচ্ছ ঘটনায় প্রায়ই খুন্তি দিয়ে নিষ্ঠুর নির্যাতন চালাতো। সর্বশেষ গত শনিবার তার গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়া হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত গৃহকর্তা সাজ্জাদুল বাশার এবং তার স্ত্রী শাহনাজ আক্তারকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে রুপনগর থানার এসি জনাব আবুল কালাম আজাদ জানান, ১০ বছরের ছোট বাচ্চাটির উপর এমন অমানবিক নির্যাতন খুবই হৃদয়বিদারক। আমাদের অনুভূতি এবং আইনের পদে থেকে বিজ্ঞ আদালতে দোষীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে যা যা আইনি ব্যবস্থা নেয়া লাগে তা আমরা নিবো।

শিশুনির্যাতনবন্ধ_হোক

ছবিঃ- অভিযুক্ত গৃহকর্তা, তার স্ত্রী ও নির্যাতিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *