কর্মসংস্থান ও কারিগরি শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করছে রিসডা-বাংলাদেশ
মোঃ রফিকুল ইসলাম, বিভাগীয় সম্পাদক: রিসডা -বাংলাদেশ কতৃক,কর্মসংস্থান ও কারিগরি শিক্ষা বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক ২য় সেমিনার অনুষ্ঠিত হলো,উক্ত সেমনিারটি ০৩ নভেম্বর ২০২০ইং রোজ মঙ্গলবার সকাল ০৯ ঘটিকায় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি) পুরুরা রোড, সালথা, ফরিদপুর অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ হাসিব সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা,সালথা,ফরিদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,সালথা,ফরিদপুর ,আরআইটির অধ্যক্ষ এটিএম হাবিবুল্লাহ। আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, রিসডা-বাংলাদেশ স্বাস্থ্য,শিক্ষা ও প্রশিক্ষন ডাইরেক্টর জনাব ডা.মোঃমকবুল হোসেন মিন্টু।